পুরুষ কাকে বলে?
পক্ষ বা পুরুষের দ্বারা বক্তা, বক্তার সামনে উপস্থিত শ্রোতা ও যার কথা বলা হচ্ছে এমন অনুপস্থিত সত্তা নির্দেশ করা হয়। পুরুষের ওপর ক্রিয়ার রূপ নির্ভরশীল (দৃষ্টান্ত দেওয়া আছে)।
পুরুষের প্রকারভেদ
১। উত্তম পুরুষ
১। উত্তম পুরুষ
১. আমি তোমাকে কথাটা জানাব।
২. আমরা কাজটা করব।
৩. আমরাই তাকে সাহায্য করেছি।
২। মধ্যম পুরুষ
যাকে উদ্দেশ্য করে কথা বলা হয় তাকে মধ্যম পুরুষ বা শ্রোতাপক্ষ বলে।
শ্রোতাপক্ষ আবার তিন ধরনের :
১. তুমি আবার কবে আসবে?
২. তোমরা আজকে দিনটা থেকে যাও।
৩. আমি তোমাদেরকে পরে খবর দেবো।
খ. মানী শ্রোতাপক্ষ : আপনি, আপনারা, আপনার, আপনাদের।
ক্রিয়ার প্রয়োগ :
১. আপনি কি একবার আসতে পারবেন?
২. আপনারা আমাকে একটু সময় দিন।
৩. আপনাদের পরামর্শ মেনেই আমি কাজ করব।
গ. অন্তরঙ্গ শ্রোতাপক্ষ : তুই, তোরা, তোর, তোদের।
ক্রিয়ার প্রয়োগ :
১. তুই একবার আমার সঙ্গে দেখা করিস।
২. তোরা আজ বাড়ি ফিরে যা।
৩. তোর যা দরকার হয় আমার কাছ থেকে চেয়ে নিস।
৪. তোদের বাড়িতে কি পুকুর আছে?
৩। প্রথম/নাম পুরুষ
যার সম্পর্কে কিছু বলা হয় সে-ই প্রথম/নাম পুরুষ বা অন্যপক্ষ।
১. সে আমাকে খবর দিয়েছিল।
২. তারা আজ ভারতে যাবে।
৩. তার কথা আর বোলো না।
৪. তাদের সঙ্গে আমার কথা হয়েছে।
৫. এ আমাকে কিছুই করতে পারবে না।
৬. এরা খুব অসহায়।
৭. এর থেকে আমি কিছু আশা করি না।
৮. এদের সঙ্গে থেকে লাভ নেই।
৯. ও খুব ভালো ছেলে।
১০. ওরা আমাকে যথেষ্ট সম্মান করে।
১১. ওর সব খবর আমি জানি।
১২. ওদের দুঃখ দেখে চোখে জল আসে।
খ. মানী অন্যপক্ষ : তিনি, তাঁরা, তাঁর, তাঁদের, এঁ, এঁরা, এঁর, এঁদের, ওঁ, ওঁরা, ওঁর, ওঁদের।
ক্রিয়ার প্রয়োগ :
১. তিনি আমাকে খুব স্নেহ করেন।
২. তাঁরা আমাকে সাহায্য করেছিলেন।
৩. তাঁর কথা আমি শিরোধার্য মানি।
৪. তাঁদের স্নেহ আমাকে মুগ্ধ করে।
৫. এঁ তো যে সে ব্যক্তি নয়।
৬. এঁরা অনেক সম্মাননীয় মানুষ।
৭. এঁর কথা আমি কোনোদিন ভুলব না।
৮. এঁদের নামে মিছে বলাও পাপ।
৯. ওঁ আমাকে অনেক ভালোবাসতেন।
১০. ওঁরা আমাকে খুব যত্ন করেন।
১১. ওঁর কথা আমি না শুনে পারি না।
১২. ওঁদের জ্ঞান কম নয়।