যোজক কাকে বলে? | যোজকের প্রকারভেদ
যোজক কাকে বলে?
এতগুলো বই আর খাতা ওই ব্যাগে ধরবে?
গ্লাসটা ভালো করে ধরো, নইলে ভেঙে যাবে।
যোজকের প্রকারভেদ
অর্থ ও সংযোজনের ধরন ও বৈশিষ্ট্য অনুসারে যোজক শব্দকে নিচের ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:
১. সাধারণ যোজক
২. বিকল্প যোজক
৩. বিরোধমূলক যোজক
৪. কারণবাচক যোজক ও
৫. সাপেক্ষ যোজক।