Modal Ad Example
গণিত

যৌগিক সংখ্যা কাকে বলে? | যৌগিক সংখ্যা কি?

1 min read

যৌগিক সংখ্যা কাকে বলে?

  • যৌগিক সংখ্যা হলো একটি ধনাত্মক পূর্ণসংখ্যা যা দুটি ছোট ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল দ্বারা গঠিত হতে পারে।
  • যে সংখ্যার গুণনীয়ক ১ ও ঐ সংখ্যাটি ছাড়াও এক বা একাধিক সংখ্যা আছে তাকে যৌগিক সংখ্যা বলে।
  • ১ হতে বড় কোনো স্বাভাবিক সংখ্যাকে যদি তার চেয়ে ছোট দুইটি স্বাভাবিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, তাকে যৌগিক সংখ্যা বলে।

এখানে, ৬ ও ১২ হলো যৌগিক সংখ্যা। কারণ-

  • ৬ এর ক্ষেত্রে ১ ও ঐ সংখ্যাটি অর্থাৎ ৬ ছাড়াও এর আরো দুইটি গুণনীয়ক আছে এবং তা হলো ২ ও ৩।
  • ১২ এর ক্ষেত্রে ১ ও ঐ সংখ্যাটি ছাড়াও আরো চারটি গুণনীয়ক আছে এবং তা হলো ২, ৩, ৪ ও ৬।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x