গণিত

পরিসীমা কাকে বলে? | পরিসীমা কি?

1 min read

পরিসীমা কাকে বলে?

 পরিসীমা (পরিসীমা, ইংরাজী: ‘perimeter’) মানে হল দুই মাত্রা বা পরিসরের একটি আকৃতির চারপাশের পথের মোট দৈর্ঘ্য।

✔বৃত্তের ক্ষেত্রে এই পরিসীমাকে পরিধি বলা হয়।

সীমা নির্ধারক রেখাংশ বা রেখাংশসমূহের দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে।

যেমন —

(১) আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্ৰস্থ)

(২) বর্গক্ষেত্রের পরিসীমা = এক বাহুর দৈর্ঘ্য x ৪

(৩) ত্রিভুজের পরিসীমা = তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x