স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে?
স্থূলকোণী ত্রিভুজ জানার আগে আমরা জেনে নিবো স্থূলকোণ কাকে বলে?
যে কোণের মান ৯০° এর চেয়ে বড় এবং ১৮০° এর চেয়ে ছোট তাকে স্থূলকোণ বলে।
স্থূলকোণী ত্রিভুজ
যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে।
স্থূলকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য
- স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ ৯০° অপেক্ষা বেশি হয় কিন্তু ১৮০°
অপেক্ষা কম। - স্থূলকোণী ত্রিভুজের বাকী কোণ দুটি সূক্ষকোণ।
স্থূলকোণী ত্রিভুজের প্রকারভেদ
বাহুভেদে স্থূলকোণী ত্রিভুজ দুই ধরণের। যথা –
১. বিষমবাহু স্থূলকোণী ত্রিভুজ এবং
২. সমদ্বিবাহু স্থূলকোণী ত্রিভুজ।
১. বিষমবাহু স্থূলকোণী ত্রিভুজ
যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং অপর দুইটি পরস্পর অসমান সূক্ষকোণ তাকে বিষমবাহু স্থূলকোণী ত্রিভুজ বলে।
বিষমবাহু স্থূলকোণী ত্রিভুজ |
২. সমদ্বিবাহু স্থূলকোণী ত্রিভুজ
যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং অপর দুইটি সূক্ষ্মকোণ পরস্পর সমান তাকে সমদ্বিবাহু স্থূলকোণী ত্রিভুজ বলে।
সমদ্বিবাহু স্থূলকোণী ত্রিভুজ |