গণিত

গুণিতক কাকে বলে? । গুণিতক কি?

1 min read

গুণিতক কাকে বলে?

  • কোনো সংখ্যাকে পূর্ণসংখ্যা দ্বারা গুণ করে যেসব সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে ঐ সংখ্যার গুণিতক বলে।
  • গুণিতকের অন্য নাম ‘নামতা’।

যেমন: ৩- কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, সেগুলোই হলো ৩ এর গুণিতক।

৩ × ১ = ৩
৩ ×২ = ৬
৩ × ৩ = ৯
৩ × ৪ = ১২
৩ × ৫ = ১৫
এভাবে, ৩, ৬, ৯, ১২, ১৫……ইত্যাদি হলো ৩ এর গুণিতক।

৬-এর গুণিতকসমূহ ৬, ১২, ১৮, ২৪…… ইত্যাদি।

গুণিতকের বৈশিষ্ট্য
  • ০ (শূন্য) সকল সংখ্যার গুণিতক।
  • গুণিতকগুলো দ্বারা এর গুণনীয়ককে ভাগ করলে একটি মূলদ সংখ্যা পাওয়া যাবে।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x