ইন্টারনেট কাকে বলে? | ইন্টারনেট কি?
ইন্টারনেট এর সংজ্ঞা
- ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা।
- বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো নেটওয়ার্কের সমন্বিত ব্যবস্থার নামই ইন্টারনেট।
- অনেক গুলো কম্পউটার এক সাথে যুক্ত করে একটি নেটওয়ার্ক এর সাথে যুক্ত করে আর একটি নেটওয়ার্ক এর সাথে যুক্ত করাই হলো ইন্টারনেট। তাই একে ইন্টারনেটওয়ার্কিংও বলা হয়।
- ইন্টারনেট নেটওয়ার্কের এমন একটি বিশাল জাল, যেটা পুরো বিশ্বের কম্পিউটার নেটওয়ার্কের সাথে পরস্পরে সংযুক্ত হয়ে আছে এবং এই কম্পিউটার নেটওয়ার্ক পরস্পরে একে আরেকটি ডিভাইসের সাথে বিশ্বব্যাপী লিংক বা কানেক্ট হওয়ার জন্য Internet protocol suite(TCP/IP) ব্যবহার করেন।