Similar Posts
পড়ন্ত বস্তু প্রথম সূত্র
পড়ন্ত বস্তু প্রথম সূত্র পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটি হলো – স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে।
অস্পর্শ বল কাকে বলে?
অস্পর্শ বল কাকে বলে? যে বল সৃষ্টির জন্য দুইটি বস্তুকে প্রত্যক্ষ সংস্পর্শে আসতে হয় না তাকে অস্পর্শ বল বলে। দুইটি কণার মধ্যবর্তী বল মহাকর্ষ বল। দু’টি আহিত বস্তুর মধ্যবর্তী বল তড়িৎ বল, একটি চুম্বক এক একটি চৌম্বক পদার্থের মধ্যে ক্রিয়াশীল বল চৌম্বক বল।
প্যাচযুক্ত পানির কল যা ঘুরিয়ে খুলতে হয়, সাবানযুক্ত ভেজা হাতে তা খোলা কষ্টকর কেন?
প্যাচযুক্ত পানির কল যা ঘুরিয়ে খুলতে হয়, সাবানযুক্ত ভেজা হাতে তা খোলা কষ্টকর কেন? প্যাঁচযুক্ত পানির কল যা ঘুরিয়ে খুলতে হয়, সাবানযুক্ত ভেজা হাতে তা খোলা কষ্টকর। কারণ পানির কল ঘুরিয়ে খোলার ক্ষেত্রে কল ও হাতের মধ্যকার ঘর্ষণ বল কাজ করে। শুকনো হাতে কলটি খোলার সময় ঘর্ষণ বলের মান বেশি হয় ফলে তা সহজে খোলা…
ফার্মাটের নীতি
ফার্মাটের নীতি আলোক রশ্মি এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাবার সময় সম্ভাব্য সকল পথের মধ্যে সেই পথ অনুসরণ করে যে পথে সময় সব থেকে কম লাগে।
বক্র রৈখিক গতি কাকে বলে?
বক্র রৈখিক গতি কাকে বলে? আঁকাবাঁকা পথে হেটে যাওয়া, সাইকেলের গতি, রিক্সার গতি, মোটর গাড়ির গতি ইত্যাদি বক্র রৈখিক গতি। অর্থাৎ কোনো গতিশীল বস্তুর গতিপথ যদি বাঁকা হয়, বক্র রেখা বরাবর হয় তখন বস্তুটির গতিকে বক্র রৈখিক গতি বলে।
রেডিয়ান কি?
রেডিয়ান কি? কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে।