Similar Posts
নগদ প্রবাহ কাকে বলে
নগদ প্রবাহ কাকে বলে সাধারণভাবে নগদ প্রবাহ বলতে একটি নির্দিষ্ট হিসাবকালে নগদের আগমন এবং নির্গমনকে বুঝায়। অন্যভাবে বলতে গেলে, কোনো নির্দিষ্ট সময়ব্যাপী ব্যবসায়ের ভিতরের দিকে ও বাইরের দিকে নগদের প্রবাহকে নগদ প্রবাহ বলে। নগদ প্রবাহের সংজ্ঞা বিভিন্ন বিখ্যাত লেখকগণ নগদ প্রবাহের যে সংজ্ঞা প্রদান করেছেন তা নিম্নরূপ: Khan and Jaisn -এর মতে, “নগদ সমতুল্যের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহকে নগদ প্রবাহ বলে।” Horngren, Harrison…
পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? পরিবহন পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে।
ঐতিহ্য ব্যবসায়িক পরিবেশের কোন উপাদান অন্তর্গত?
ঐতিহ্য ব্যবসায়িক পরিবেশের কোন উপাদান অন্তর্গত? ঐতিহ্য ব্যবসায়ের সামাজিক পরিবেশের অন্তর্গত উপাদান।
এনজিও কী?
এনজিও কী? এনজিও হচ্ছে বেসরকারি সংস্থা (Non-government Organization)। বেসরকারি সংস্থাগুলো উদ্যোক্তাদের প্রেরণামূলক সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে। এতে উদ্যোক্তারা ব্যবসায় গঠনে আগ্রহী হয়। তারা দেশি-বিদেশি এনজিওর মাধ্যমে এসব সুবিধা পেয়ে থাকে। ব্র্যাক, মাইডাস, গ্রামীণ ব্যাংক, আশা প্রভৃতি বাংলাদেশের এনজিও।
উপমহাদেশে কত সালে ট্রেডমার্ক আইন প্রণয়ন করা হয়?
উপমহাদেশে কত সালে ট্রেডমার্ক আইন প্রণয়ন করা হয়? উপমহাদেশে ১৯৪০ সালে ট্রেডমার্কস আইন প্রণয়ন করা হয়।
পণ্যের বণ্টনকারী শাখা কোনটি?
পণ্যের বণ্টনকারী শাখা কোনটি? পণ্যের বন্টন করে শাখা হলো বাণিজ্য। এতে শিল্পে উৎপাদিত পণ্যের বন্টন সংক্রান্ত প্রয়োজনীয় কাজ (ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরন, বীমা) অন্তর্ভুক্ত। কারণ, পণ্য উৎপাদনের পর তার কাছে পৌঁছানোর প্রয়োজন হয়। এতে পণ্যসামগ্রী ভক্তের কাছে পৌঁছানো পর্যন্ত বিপণনকারীকে বিভিন্ন বাধার (স্থানগত, সময়গত, ঝুঁকিগত, তথ্যগত প্রভৃতি) সম্মুখীন হতে হয়। সব বাধা দূর করে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়াই বাণিজ্যের কাজ।