শিখন নকশা কাকে বলে?
শিখন নকশা (Learning Design) কাকে বলে?
শিখন নকশা এর ইংরেজি হলো Learning Design। শিখন নকশা যা ইন্সট্রাকশনাল সিস্টেম ডিজাইন বা আইএসডি নামে পরিচিত।
সম্প্রতি শিখন নকশা বা লার্নিং ডিজাইনকে লার্নিং এক্সপেরিয়েন্স ডিজাইন সংক্ষেপে এলএক্সডি নামেও অভিহিত করা হচ্ছে।
লার্নিং ডিজাইন এমন এক ধরনের কাঠামো যা শেখার অভিজ্ঞতা অর্জন এ সাহায্য করে। ধারাবাহিকভাবে ও নির্ভরযোগ্যভাবে ডিজিটাল বা শারীরিক পরিকল্পিতভাবে নক্সা যা শিক্ষার্থীদের বিকাশ ও এক্সপেরিয়েন্স অর্জন করতে সাহায্য করবে এবং জ্ঞান অর্জনের অনুপ্রেরণার দিকে শিক্ষার্থীদের নিয়ে যাবে।
শিক্ষার্থীদের প্রত্যাশিত শিখন সামর্থ্য অর্জনের জন্য যে সব কার্যাবলী সম্পাদন করে থাকে তার বিবৃতি হলো শিখন নকশা।
শিক্ষার্থীদের সুন্দর এবং সুষ্ঠভাবে শিক্ষা প্রদান করতে এই শিখন নকশা খুবই জনপ্রিয়।
শিখন নকশার পর্যায়
শিখন নকশার পর্যায় হলো ৫ টি। যথাঃ
- বিশ্লেষণ
- নকশা
- উন্নয়ন
- বাস্তবায়ন এবং
- মূল্যায়ন।