মৌলিক অধিকার ও সাধারণ অধিকারের মধ্যে পার্থক্য দেখাও।
মৌলিক অধিকার ও সাধারণ অধিকারের মধ্যে পার্থক্য দেখাও।
মৌলিক অধিকার দেশের সংবিধান লিখিত অবস্থায় থাকে এবং সংবিধানের ধারা সংরক্ষিত হয়। অপর পক্ষের সাধারণ অধিকার সাধারণ আইনের দ্বারা সংরক্ষিত হয় ও রুপায়িত হয়। মৌলিক অধিকার পরিবর্তন করতে সংবিধান সংশোধন করতে হয়, কিন্তু সাধারন অধিকার পরিবর্তন করতে সংবিধান সংশোধন করতে হয়না, সংশ্লিষ্ট সাধারণ আইন পরিবর্তন করলে চলে। মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে বিচার বিভাগ ৩২ এবং ২২৬নং ধারায় আশ্রয় নেয়, সাধারণ অধিকারের ক্ষেত্রে অন্য ব্যবস্থা গ্রহণ করা হয়।