জাতি ও জাতীয়তার পার্থক্য

জাতি বলতে কতগুলো মানুষের সমষ্টিকে বুঝায় আর জাতীয়তা হল ঐ সমষ্টিগত মানুষগুলোর আধ্যাত্ন চেতনা ও মানসিক ধারনা। যখন একটি জাতি, ভাষা, আচার-ব্যবহার ইত্যাদির ক্ষেত্রে কিছু ধরণের পরিচয় থাকে বা মানসিক সখ্যতা থাকে, তখন সেই দলটি একটি জাতীয়তা গঠন করে।
যখন সেই গোষ্ঠী স্বাধীনতার মতো রাজনৈতিক মর্যাদা অর্জনের আকাঙ্ক্ষা করে বা বাস্তবে অর্জন করে তখন জাতীয়তা একটি জাতিতে পরিণত হয়। নিম্মে জাতি ও জাতীয়তার সংজ্ঞা ও উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করা হল।
জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য, ‍azhar bd academy

জাতি কি

জাতি (Nation) বলতে কতগুলো মানুষের সমষ্টিকে বুঝায় যারা রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ স্বাধীন বা স্বাধীনতা লাভে আগ্রহী।
জাতি হচ্ছে সাধারণ বংশোদ্ভূত, ইতিহাস, সংস্কৃতি বা ভাষা দ্বারা একত্রিত মানুষের একটি বৃহৎ সংস্থা, যারা একটি নির্দিষ্ট দেশ বা অঞ্চলে বসবাস করে।
একটি স্থিতিশীল ঐতিহাসিকভাবে বিকশিত জনগোষ্ঠী যেখানে একটি অঞ্চল, অর্থনৈতিক জীবন, স্বতন্ত্র সংস্কৃতি এবং সাধারণ ভাষা রয়েছে, তাকে জাতি বলে।
একটি জাতির সাধারণ বৈশিষ্ট্য
  • স্বতন্ত্র সংস্কৃতি
  • ভৌগলিক সীমানা
  • সরকার
  • সাধারণ ভাষা
  • অভ্যন্তরীণ জাতিগত দ্বন্দ্ব অনুপস্থিত
  • সাধারণ ধর্ম
  • একই সাংস্কৃতিক অনুশীলন
 

জাতীয়তা কি

একদল লোক যারা একই ইতিহাস, ঐতিহ্য এবং ভাষা আদান প্রদান করে এবং যারা সাধারণত একটি নির্দিষ্ট দেশে একসাথে থাকে, তাকে জাতীয়তা বলে।
জাতীয়তা (Nationality) একটি নির্দিষ্ট জাতির অন্তর্গত অবস্থা বোঝায়, তা জন্মগতভাবে হোক বা স্বাভাবিকীকরণের মাধ্যমে। এটি ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যে একটি আইনি সম্পর্ক গঠন করে। জাতীয়তা ব্যক্তির উপর রাষ্ট্রীয় এখতিয়ার প্রদান করে এবং ব্যক্তিকে রাষ্ট্রের সুরক্ষা প্রদান করে।
জাতীয়তার মাধ্যমে আইনিভাবে একটি জাতির অংশ হওয়া যায়। উদাহরণস্বরুপ, জার্মানিতে জন্মগ্রহণকারী একজন জার্মান ব্যক্তির জাতীয়তা জার্মান। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ইতালীয় বংশোদ্ভব একজন ব্যক্তির জাতীয়তা ইতালীয়।

জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য

জাতি

জাতীয়তা

সংজ্ঞা

জাতি বলতে কতগুলো মানুষের সমষ্টিকে বুঝায় যারা রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ স্বাধীন বা স্বাধীনতা লাভে আগ্রহী।

একই ভাষা, বংশ, ধর্ম, ইতিহাস ও ঐতিহ্য, আশা ও আকাঙ্ক্ষা এবং ভৌগোলিক এলাকার ঐক্যসূত্রে আবদ্ধকে জাতীয়তা বলে।

ধারণা

জাতি হচ্ছে একটি বাস্তব ও সক্রিয় ধারণা।

জাতীয়তা হলো একটি মানসিক অনুভূতি।

আদর্শ

জাতি একটি সুসংগঠিত আদর্শ।

জাতীয়তা কিছু বোধ বা অনুভূতির সমন্বয় মাত্র।

চেতনা

বিশেষ কতকগুলো চেতনার সমন্বিত রূপের ক্রিয়া প্রতিক্রিয়া যা জাতির অস্তিত্বকে স্থায়িত্ব প্রদানে সহায়তা করে।

জাতীয়তা হলো এসব চেতনার প্রাথমিক অবস্থা।

উৎপত্তি

প্লেটো , অ্যারিস্টটল জাতি সম্পর্কে যে ধারণা প্রদান করেন তা বেশ প্রাচীন ।

জাতীয়তার উৎপত্তি আধুনিক কালে। ম্যাকিয়াভেলির হাতে প্রথম জাতীয় ধারণার উৎপত্তি হয়।

সমষ্টি

জনসমাজ+রাজনৈতিক সংগঠন+স্বাধীনতা

জনসমাজের সক্রিয় ধারণা + রাজনৈতিক চেতনা