চারটি নিবর্তনমূলক আটক আইনের নাম করো।
চারটি নিবর্তনমূলক আটক আইনের নাম হলো –
১। মিসা,
২। নাসা,
৩। পি.ডি এবং
৪। পোটা।
১। মিসা,
২। নাসা,
৩। পি.ডি এবং
৪। পোটা।
তথ্য অধিকার আইন কি? গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এবং তথ্য প্রাপ্তির অধিকার এরই একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বাংলাদেশ সরকার ৫ এপ্রিল, ২০০৯ তথ্য অধিকার আইন জারি করে।
ভোটাধিকার কি একটি মৌলিক অধিকার? ভারতীয় সংবিধানের ভোটাধিকারকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এই অধিকারটি সংবিধানের পঞ্চদশ অংশে ৩২৬নং ধারায় উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রের দ্বিতীয় উপাদান কোনটি? রাষ্ট্রের দ্বিতীয় উপাদান হলো নির্দিষ্ট ভূ-খণ্ড।
ভারতীয় সংবিধানের ২২ নং ধারায় গ্রেপ্তার ও আটক সম্পর্কে কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের ২২নং ধারায় গ্রেফতার ও আটক সম্পর্কে যা বলা হয়েছে – ১। কোন ব্যক্তিকে গ্রেপ্তার ও আটক করার পর যথাশীঘ্র সম্ভব তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে, ২। আটক ব্যক্তিকে নিস পছন্দমত আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, ৩। গ্রেপ্তার করার ২৪ ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে…
আন্তর্জাতিক সংস্থা কাকে বলে? আন্তর্জাতিক সংস্থা বা International Organization দুই বা ততোধিক দেশে কর্মরত এক ধরনের সংস্থাবিশেষ। বর্তমানে বিভিন্ন দেশের মিলিত জোটের মাধ্যমে আন্তর্জাতিক গোষ্ঠী গঠন করা হয়।
সাম্য বলতে কী বোঝ? সাধারণভাবে সাম্য বলতে বোঝায় সকল মানুষই সমান। তাই প্রতিটি মানুষ অন্যের ন্যায় সমান অধিকার, সমান সুযোগ সুবিধা ও স্বাধীনতা ভোগের অধিকারী। কিন্তু বাস্তবে সকল মানুষ সমান হতে পারে না। শক্তি, সামর্থ্য, বুদ্ধি ইত্যাদির দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকবেই। সুতরাং সাম্য বলতে ব্যবহারিক ক্ষেত্রে সকলের অভিন্নতা বোঝাতে পারে না। অধ্যাপক ল্যাস্কি…