আন্তর্জাতিক সংস্থা কাকে বলে?
আন্তর্জাতিক সংস্থা কাকে বলে?
আন্তর্জাতিক সংস্থা বা International Organization দুই বা ততোধিক দেশে কর্মরত এক ধরনের সংস্থাবিশেষ। বর্তমানে বিভিন্ন দেশের মিলিত জোটের মাধ্যমে আন্তর্জাতিক গোষ্ঠী গঠন করা হয়।
আন্তর্জাতিক সংস্থা বা International Organization দুই বা ততোধিক দেশে কর্মরত এক ধরনের সংস্থাবিশেষ। বর্তমানে বিভিন্ন দেশের মিলিত জোটের মাধ্যমে আন্তর্জাতিক গোষ্ঠী গঠন করা হয়।
স্বাধীনতা কাকে বলে? শব্দগত অর্থে স্বাধীনতা বলতে নিয়ন্ত্রণবিহীনতা বোঝায়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীনতাকে এইভাবে নেতিবাচক অর্থে ব্যবহার করা হয় না। রাষ্ট্রবিজ্ঞানী ল্যাস্কির মতে, স্বাধীনতা বলতে সেই পরিবেশের সযত্ন-সংরক্ষণ বোঝায় যে পরিবেশে মানুষ তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে। স্বাধীনতার উপযোগী এই পরিবেশ সৃষ্টি হয় অধিকারের দ্বারা। তাই স্বাধীনতা হলো অধিকারের ফল।
আন্তর্জাতিক আইন কাকে বলে? আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক নির্ধারণ ও বজায় রাখার যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে আন্তর্জাতিক আইন বলে। আন্তর্জাতিক আইনকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়। যেমনঃ শান্তিকালীন আইন, যুদ্ধসংক্রান্ত আইন এবং নিরপেক্ষতার আইন। এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক, রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক আন্তর্জাতিক সমস্যা সমাধান, আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধের…
রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝো? ভোটদান, নির্বাচিত হওয়া, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভ ইত্যাদি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা। এসব স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসনকাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজতন্ত্র হল এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে সম্পূর্ণ সার্বভৌমত্ব একজন ব্যক্তির কাছে ন্যস্ত করা হয়, যিনি মৃত্যু বা ত্যাগ না হওয়া পর্যন্ত তাঁর পদে অধিষ্ঠিত থাকেন। রাজা বা বাদশারা সাধারণত বংশগত উত্তরাধিকারের মাধ্যমে রাজার আসনে অধিষ্ঠিত হয়। বেশিরভাগ রাজতন্ত্র শুধুমাত্র পুরুষ উত্তরাধিকারের অনুমতি দেয়, যেমন পিতা থেকে পুত্র, বড় ভাই থেকে ছোট ভাই ইত্যাদি। যদিও কিছু…
নয়া বিশ্ব ব্যবস্থা কি? নয়া বিশ্ব ব্যবস্থা (New World Order) হল মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছা, আকাঙ্ক্ষা বা স্বার্থ অনুসারে বিশ্বের রাষ্ট্রগুলোর আঞ্চলিক পুনর্বিন্যাস, যাতে এটি বিশ্বের রাজনৈতিক ব্যবস্থায় এক মেরুকেন্দ্রীক মর্যাদা পেতে পারে। নয়া বিশ্ব ব্যবস্থার প্রাথমিক লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যত নীতিগুলোর প্রণয়ন এবং ভবিষ্যত বিশ্বের আকার। এইভাবে এটি ঠান্ডা যুদ্ধ-পরবর্তী সময়ের রাজনীতির কাঠামোগত বৈশিষ্ট্যের যোগফল এবং…
ফৌজদারি আইন কাকে বলে? ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্র মূলত এ আইন প্রণয়ন ও প্রয়োগ করে থাকে। সমাজ আইন-শৃঙ্খলা রক্ষা, শান্তি বজায় রাখা এবং ব্যক্তির অধিকার নিশ্চিত করা এবং দন্ড দেয়ার জন্য ফৌজদরি আইন প্রয়োগ করা হয়।