তড়িৎ চৌম্বক বল কাকে বলে?

তড়িৎ চৌম্বক বল কাকে বলে?

দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের ওপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তড়িৎচৌম্বক বল বলে।

দুটি চার্জিত কণা বা চৌম্বক ভ্রামক পরস্পর আপেক্ষিক গতি বা স্থিতিতে থাকলে তাদের মধ্যেকার আকর্ষণ বা বিকর্ষণ বলই হচ্ছে তড়িত চৌম্বক বল। তড়িত ও চৌম্বকবল ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। প্রকৃত পক্ষে যখন মিথস্ক্রিয়াকারী কণাগুলো গতিশীল থাকে তখনকার একটি অতিরিক্ত তাড়িত বল হচ্ছে চৌম্বক বল। পদার্থের আণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া ছাড়াও বিভিন্ন তড়িৎ চৌম্বক ঘটনার জন্য এই বল দায়ী। আমাদের স্থুল জগতে যাবতীয় বল (মহাকর্ষ ব্যতীত) এই শ্রেণির অন্তর্ভূক্ত।

যেমন, ঘর্ষণ বল, স্পর্শ বল, বস্তুর বিৃকতি ইত্যাদি।