দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে?

দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে?

গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। গঙ্গার জল মূলত বরফগলা জলে পুষ্ট, তাই এই জল দীর্ঘদিন কোনো পাত্রে ভরে রাখলে পচে নষ্ট বা দুর্গন্ধ হয় না। তাই পবিত্র। একইরকম গোদাবরী জলে এমন কিছু মাটির প্রাকৃতিক পদার্থ মিশে থাকে যেকারণে পচে না বা দুর্গন্ধ হয় না পাত্রে দীর্ঘকাল ভরে রাখলেও। তাই এর জল গঙ্গাজল এর মতো পবিত্র।

দক্ষিণ ভারতের প্রধান নদী গোদাবরী। মহারাষ্ট্রের নাসিক জেলার অন্তর্গত পশ্চিমঘাট পর্বতের ত্র্যম্বক উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে রাজমুন্দ্রীর কাছে বঙ্গোপসাগরে পড়েছে। গোদাবরী নদীর দৈর্ঘ্য প্রায় ১৪৬৫ কি.মি। মোহনার কাছে গোদাবরী নদীও পলি সঞ্চয় করে একটি বিশাল বদ্বীপ সৃষ্টি করেছে। মঞ্জীরা, প্রাণহিতা, ইন্দ্রবতী প্রভৃতি গোদাবরীর উল্লেখযোগ্য উপনদী। গোদাবরীর শাখানদীগুলির মধ্যে গৌতমী, বশিষ্ঠ এবং বৈনতেয় প্রধান। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বলে গোদাবরী নদীকে ‘দক্ষিণ ভারতের গঙ্গা’ বা ‘দক্ষিণী গঙ্গা’ বা ‘বৃদ্ধ গঙ্গা’ বলা হয়।

দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী নদী।

দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী কে কারণ এটা ভারতের দীর্ঘতম নদী গঙ্গার ন্যায় দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী(১৪৬৫ কিমি)।

Similar Posts