প্রকৃত মান কাকে বলে? | স্বকীয় মান কাকে বলে?
প্রকৃত মান কাকে বলে?
স্বকীয় মান কাকে বলে?
দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে একটি সংখ্যা লেখা হলে সংখ্যাটির সর্বডানের অঙ্কটি তার স্বকীয় মান বা প্রকৃত মান প্রকাশ করে। এর বামে অবস্থিত দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের দশগুণ এবং তৃতীয় অঙ্কটি স্বকীয় মানের শতগুণ।
অর্থাৎ কোনো অঙ্ক এক এক স্থান করে বামদিকে সরে গেলে তার মান উত্তরোত্তর দশগুণ করে বৃদ্ধি পায়। তাহলে দেখা যাচ্ছে যে, অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক অবস্থানের উপর নির্ভর করে যে মান প্রকাশ করে তাকে ঐ অঙ্কের স্থানীয় বা প্রকৃত মান বলা হয়।
উল্লেখ্য যে, প্রকৃত মান ও স্বকীয় মান একই বিষয় –
প্রকৃত মান কাকে বলে? |
কোনো স্বার্থক অঙ্ক যেমন – ১, ২, ৩, ৪, ……….. , ৯ ইত্যাদি আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে, তা মূলত প্রকৃত মান।
উদাহরণস্বরূপ- “৫৫৫৫” এখানে চারটি ৫ এর প্রকৃত মান প্রকাশ পেয়েছে।
অর্থাৎ বিভিন্ন স্থানে ৫ এর মান বিভিন্ন রকম মান প্রকাশ পেয়েছে।
স্বকীয় মান ও স্থানীয় মান
স্বকীয় মান ও স্থানীয় মানের ব্যাখ্যাঃ
৫৬৯৮৪৫
এখানে,
৬ এর স্বকীয় মান বা প্রকৃত মান = ৬
৮ এর স্বকীয় মান বা প্রকৃত মান = ৮
৪ এর স্বকীয় মান বা প্রকৃত মান = ৪
৫ এর স্বকীয় মান বা প্রকৃত মান = ৫
তাহলে যে সংখ্যার স্বকীয় মান বের করতে বলবে, সেটাই হবে স্বকীয় মান বা প্রকৃত মান।
এবার,
৬ এর স্থানীয় মান = ৬০০০০
৮ এর স্থানীয় মান = ৮০০
৪ এর স্থানীয় মান = ৪০
৫ এর স্থানীয় মান = ৫
অর্থাৎ যে সংখ্যার স্থানীয় মান বের করতে বলবে, সেই সংখ্যাটা লিখে অংকের মধ্যে সেই সংখ্যার পর যতগুলো সংখ্যা আছে তাদেরকে শূন্য (০) বানিয়ে দিতে হবে।