বুদ্ধির শ্রেণিভাগ উল্লেখ কর।

বুদ্ধির শ্রেণিভাগ উল্লেখ কর।

বুদ্ধিকে চারটি শ্রেণিতে বিভক্ত করা হয়।

ক) মূর্ত বুদ্ধঃ হাতের কলমে কাজ করার ক্ষেত্রে যে বুদ্ধির প্রয়োজন হয় তাকে মূর্ত বুদ্ধ বলে।

খ) বিমূর্ত বুদ্ধিঃ ভাষার ব্যবহারে, সংখ্যার ক্ষেত্রে চিন্তা, কল্পনা, যুক্তি নির্ণয় ইত্যাদি ক্ষেত্রে যে বুদ্ধির প্রয়োজন হয় তাকে বিমূর্ত বুদ্ধি বলে।

গ) সামাজিক বুদ্ধিঃ দৈনন্দিন জীবনের সামাজিক পরিবেশে সার্থক অভিযোজনে যে বুদ্ধির প্রয়োজন তাকে সামাজিক বুদ্ধি বলে।

ঘ) প্রাক্ষোভিক বুদ্ধিঃ প্রক্ষোভ প্রত্যক্ষণ, অনুধাবন, চিন্তার সঙ্গে একে সমন্বিত করা এর পরিচলন ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা হলো প্রাক্ষোভিক বুদ্ধি।

Similar Posts