ফ্রেনোলজি কি?
ফ্রেনোলজি কি?
গল, স্পারঝিম প্রমুখ চিন্তবিদ মাথার খুলির পরিমাপের সঙ্গে বুদ্ধির সম্পর্ক স্থাপন করেছিলেন। তাঁদের মতে যার মাথার খুলি যত বেশি বড়ো সে তত বেশি বুদ্ধিমান।
গল, স্পারঝিম প্রমুখ চিন্তবিদ মাথার খুলির পরিমাপের সঙ্গে বুদ্ধির সম্পর্ক স্থাপন করেছিলেন। তাঁদের মতে যার মাথার খুলি যত বেশি বড়ো সে তত বেশি বুদ্ধিমান।
স্থানীয় সরকার স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিলের মতে, স্থানীয় সরকার সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে এবং এ বিষয়ে নাগরিকদের সচেতন করে। স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ে নাগরিকদের যথাযথভাবে বিভিন্ন সেবা প্রদান করতে পারে। স্থানীয় স্বায়ত্তশাসিত…
তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা প্রভৃতি নিয়ামক দ্বারা সাম্যাবস্থা নিয়ন্ত্রিত হয়। কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় পৌছানোর পর যদি এ সকল নিয়ামকসমূহের কোনো পরিবর্তন করা না হয় তবে সে সাম্যাবস্থা চিরকাল অক্ষুণ্ণ থাকবে। আর এ সকল নিয়ামকের যে কোনো একটির সামান্য পরিবর্তনের ফলে সাম্যের অবস্থান পরিবর্তিত হয়। সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল ফরাসী রসায়নবিদ হেনরী লা-শাতেলিয়ার…
খাদ্য সংরক্ষণে নিম্নোক্ত রাসায়নিক দ্রব্যসমূহ ব্যবহার করা হয়– ১. ভিনেগার ২. অ্যালকোহল ৩. সোডিয়াম ৪. সোডিয়াম নাইট্রেট ৫. পটাশিয়াম নাইট্রেট ৬. সোডিয়াম স্যালিসাইলেট ৭. এসকরবিক এসিড ৮. বেনজয়িক এসিড ইত্যাদি।
দুই বা ততোধিক কোণের সমষ্টি অথবা অন্তরফলকে যৌগিক কোণ বলে। যেমন, A + B, A – B, A + B – C, A – B – C ইত্যাদি যৌগিক কোণ। গণিত (Mathematics) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর প্রশ্ন-১। রেডিয়ান কাকে বলে? উত্তরঃ কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক…
প্রশ্ন-১। পরিবেশ দূষণের উৎস কী? উত্তরঃ যেসব কারণ পরিবেশের ক্ষতি করে সেগুলোই পরিবেশ দূষণের উৎস। যেমন- বায়ুদূষণের উৎস শিল্পকারখানা, যানবাহন, ইটের ভাটা ইত্যাদি। পানি দূষণের উৎস রাসায়নিক সার, কীটনাশক, কলকারখানার বর্জ্য। আবার মাটি দূষণের উৎস পস্নাস্টিক, পলিথিন ইত্যাদি। প্রশ্ন-২। মানুষের দ্বারা পরিবেশ ধ্বংসের দুটি উল্লেখযোগ্য কারণ লেখ। উত্তরঃ মানুষের দ্বারা পরিবেশ ধ্বংসের দুটি উল্লেখযোগ্য কারণ হলো- ১।…
কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া প্রথমে ধীরে ঘটলেও পরে ক্রমান্বয়ে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। কারণ বিক্রিয়ায় উৎপন্ন কোনাে একটি উৎপাদ ঐ বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। এই প্রভাবককে স্ব-প্রভাবক বলে। অক্সালিক এসিড দ্রবণকে KMnO4 দ্বারা টাইট্রেশনের সময় সালফিউরিক এসিডযুক্ত অক্সালিক এসিড দ্রবণে ফোঁটার ফোঁটায় KMnO4 যােগ করা হয়। এক্ষেত্রে প্রথমদিকে KMnO4 বর্ণ ধীরে ধীরে লুপ্ত হয়। কিন্তু কিছুক্ষণ পর এই বর্ণ দ্রুত নষ্ট হতে…