বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কাকে বলে?

বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কাকে বলে?

কাজসমূহের পরিকল্পনা এবং কর্মীদের পর্যবেক্ষণের একটি প্রস্তাবনা যা, শ্রববিভাজন, কর্মীদের ইচ্চা মতো কাজ করার স্বাধীনতার অপসারণ এবং দক্ষ কাজের জন্য ব্যবস্থাপনা পরিষদ যে পরিবর্তনসমূহ আনা জরুরী মনে করেন, এই বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করে তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে।

বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হলো কাজের বৈজ্ঞানিক অধ্যয়ন এবং কাজকে এর ক্ষুদ্রতম কারিগরী উপাদানসমূহে বিভক্তিকরণ এবং তারপর তাদের সবচেয়ে দক্ষ সমাবেশে পুনর্বিন্যাসকরণ।

বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হলো শ্রমিবিভাজন, সময় এবং গতিবিদ্যা, কাজের পরিমাপ এবং অংশ-হার-মজুরির মাধ্যমে কাজের যুক্তিযুক্তকরণ এবং মান নির্ধারণের ওপর গুরুত্ব আরোপ করে।

বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মতবাদ – এফ. ডব্লু. টেলর

বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মতবাদের মূল সূত্র হলো ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ অর্থাৎ পরীক্ষা-নিরীক্ষা, তথ্য অনুসন্ধান, সংগ্রহ, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মতবাদের প্রবর্তক হলেন এফ. ডব্লু, টেলর। এই মতবাদের অন্যান্য উল্লেখযোগ্য সমর্থকরা হলেন এইচ.এল ন্যাট, এফ. বি. গিলব্রেথ, এম. এল. কুক এই এইচ. এমারসন প্রভৃতি।

Similar Posts