মাঝারি প্রতিষ্ঠান কাকে বলে?
উৎপাদনকারী শিল্পের বেলায় কোনো শিল্পের সম্পত্তির স্থায়ী মূল্য (ভূমি ও কারখানা দালান বাদে) ন্যূনপক্ষে ১০ কোটি থেকে ৩০ কোটি টাকা অথবা শ্রমিকের সংখ্যা ১০০ থেকে ২৫০ জন থাকলে তাকে মাঝারি প্রতিষ্ঠান বলে। সম্পত্তি বা শ্রমিক যেকোনো একটা বৈশিষ্ট্য প্রতিপালিত হলেই তা মাঝারি শিল্পের মধ্যে পড়ে। যদি কোনো শিল্পের স্থায়ী সম্পত্তির মূল্য (ভূমি ও কারখানা দালান বাদে) ২০ কোটি টাকা হয় অথচ শ্রমিকের সংখ্যা হয় ৮০ জন, তাহলে শিল্প প্রতিষ্ঠানটি মাঝারি শিল্পের মধ্যে পড়বে।
কোন গুলো মাঝারি শিল্প প্রতিষ্ঠান?
মাঝারি শিল্প কাকে বলে, তা আমরা উপরের আলোচনা থেকে জানতে পেরেছি। তো নিচের তালিকায় আপনি যে সকল প্রোডাক্ট এর নাম দেখতে পাচ্ছেন। সেই প্রোডাক্ট যে কোম্পানি বা শিল্প প্রতিষ্ঠান তৈরি করে। সেই প্রতিষ্ঠান গুলো কে আমরা মাঝারি শিল্প বলবো। যেমন,
- দিয়াশলাই একটি মাঝারি শিল্প,
- বিশ্বজুড়ে বিখ্যাত সিগারেট একটি মাঝারি শিল্প,
- সাবান তৈরির প্রতিষ্ঠান,
- চামড়া শিল্প (বিলুপ্তির পথে)
তো বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ এর মধ্যে। যে সকল শিল্প প্রতিষ্ঠান গুলোকে মাঝারি শিল্প প্রতিষ্ঠান বলা যাবে। আপনি উপরের তালিকা তে সেই প্রতিষ্ঠান গুলোর নাম দেখতে পাচ্ছেন। তবে উপরে যে প্রোডাক্ট এর তালিকা দেওয়া হয়েছে। এগুলো ছাড়াও মাঝারি শিল্প এর আরো অনেক ধরনের প্রডাক্ট রয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বৈশিষ্ট্য কি?
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন, এই ধরনের শিল্প প্রতিষ্ঠান শুরু করার জন্য বৃহৎ শিল্পের তুলনায় অনেক কম মূলধন দরকার হয়। আর এই ধরনের শিল্প প্রতিষ্ঠান এর মাধ্যমে আয় করা সুযোগ রয়েছে। এছাড়াও আপনি যদি ক্ষুদ্র কিংবা মাঝারি শিল্প শুরু করেন। তাহলে আপনি অধিক কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি করতে পারবেন।
বৃহৎ শিল্প কাকে বলে?
সহজ কথায় যে সকল শিল্পের মধ্যে বিপুল পরিমান পুঁজির প্রয়োজন হয়। এবং যে সকল প্রতিষ্ঠান করার জন্য প্রচুর পরিমান জনবল কাজ করে। সেই ধরনের শিল্প প্রতিষ্ঠান কে বলা হয়, বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। কেননা, বৃহৎ প্রতিষ্ঠান গুলোকে অনেক উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনা করতে হয়।
আর বর্তমান সময়ে বেশ কিছু প্রোডাক্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান কে বৃহৎ শিল্প হিসেবে নির্ধারন করা হয়। যেমন,
- আমাদের দেশে চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান গুলো হলো, বৃহৎ শিল্প প্রতিষ্ঠান।
- সিমেন্ট শিল্প কে বৃহৎ শিল্প হিসেবে নির্ধারন করা হয়।
- ওষুধ শিল্পকে বৃহৎ শিল্প বলা হয়।
- কীটনাশক বা সার শিল্প হলো,বৃহৎ শিল্প।
আমাদের বাংলাদেশ এর মধ্যে যে সকল শিল্প প্রতিষ্ঠান। উপরে উল্লেখিত প্রোডাক্ট উৎপাদন এর কাজ করে। সেই প্রতিষ্ঠান গুলোকে বলা হয়, বৃহৎ শিল্প প্রতিষ্ঠান।
মাঝারি শিল্প প্রতিষ্ঠান নিয়ে কিছুকথা
আজকে মাঝারি শিল্প কাকে বলে – তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি, মাঝারি শিল্প কাকে বলে তা আপনি পরিস্কার ভাবে বুঝতে পেরেছেন। তো আপনি যদি এই ধরনের অজানা বিষয় গুলো খুব সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “মাঝারি প্রতিষ্ঠান কাকে বলে?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।