ব্যক্তিক খতিয়ান কাকে বলে?

ব্যক্তিক খতিয়ান কাকে বলে?

ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে রক্ষিত হিসাবসমূহ যে খনিয়ানে লিপিবদ্ধ করা হয় তাকে ব্যক্তিক খতিয়ান বলে।

বাকীতে পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে হিসাব এই খতিয়ানে সংরক্ষণ করা হয়। ব্যক্তিক খতিয়ানকে আবার ক) দেনাদার খতিয়ান এবং খ) পাওনাদার খতিয়ান এই দুই ভাগে ভাগ করা হয়।

ক) দেনাদার খতিয়ানঃ যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বাকীতে পণ্য বিক্রয় করা হয় তাদের নামের হিসাবসমূহ যে খতিয়ানে লিপিবদ্ধ করা হয় তাকে দেনাদারদের খতিয়ান বা বিক্রয় খতিয়ান বলে।

খ) পাওনাদার খতিয়ানঃ যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে বাকীতে পণ্য ক্রয় করা হয় তাদের নামের হিসাবসমূহ যে খতিয়ানে লিপিবদ্ধ করা হয় তাকে পাওনাদার খতিয়ান বা ক্রয় খতিয়ান বলে।

Similar Posts