বলবিদ্যা কাকে বলে?
বলবিদ্যা কাকে বলে?
বলবিদ্যা ভৌত বিজ্ঞানের প্রাচীনতম শাখা। বল, স্থিতি ও গতির সঙ্গে সম্পৃক্ত। তাই যখনই বস্তুর স্থিতিশীলতা বা গতিশীলতার কথা আলোচনা করা হয় তখনই মূলত আলোচনা হয় বলবিদ্যার।
বলবিদ্যার যে অংশে বলের ক্রিয়ায় বস্তুর স্থিতিশলতার কথা আলোচনা করা হয় তা স্থিতিবিদ্যা আর যে অংশে বলের ক্রিয়াধীন বস্তুর গতি সংক্রান্ত আলোচনা করা হয় তা গতিবিদ্যা।