রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে পার্থক্য

রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে পার্থক্য

রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে পার্থক্য নিম্নরূপ –

নং রৈখিক বেগ কৌণিক বেগ
 ১ রৈখিক সরণের হারকে রৈখিক বেগ বলে। কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে।
 ২ রৈখিক বেগের মাত্রা LT-1 কৌণিক বেগের মাত্রা T-1
 ৩ রৈখিক বেগের একক ms-1 কৌণিক বেগের একক rads-1
 ৪ সমতলীয় একমাত্রিক ও বৃত্তীয় গতি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। কেবল মাত্র বৃত্তীয় গতির ক্ষেত্রে প্রযোজ্য।
 ৫ সম কৌণিক বেগে ঘূর্ণনরত দৃঢ় বস্তু বিভিন্ন কণার রৈখিক বেগ বিভিন্ন। সম কৌণিক বেগে ঘূর্ণনরত দৃঢ় বস্তু প্রত্যেক কণার কৌণিক বেগ সমান।