গতীয় ঘর্ষণ কাকে বলে?

গতীয় ঘর্ষণ কাকে বলে?

দুটি স্পর্শতল যখন আপেক্ষিক গতিতে থাকে, তখন তাদের মধ্যে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তা গতীয় ঘর্ষণ। মেঝের উপর দিয়ে মার্বেল গড়িয়ে দিলে তা ধীরে ধীরৈ থেমে যায়। এটি গতীয় ঘর্ষণের কারণে। এই ঘর্ষণ বল চলতে শুরু করার মুহূর্তের বা তার পূর্ব পর্যন্ত ঘর্ষণ বল তার চেয়ে কম।