জড়তার ভ্রামক কাকে বলে?

জড়তার ভ্রামক কাকে বলে?

কোন ঘূর্ণনরত দৃঢ় বস্তু যে অসংখ্য বস্তু কণার সমন্বয়ে গঠিত, ঘূর্ণন অক্ষ থেকে তাদের প্রত্যেকটির দূরত্বের বর্গ ও ভরের গুণফলের সমষ্টিকে ঐ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক বলে।

ব্যাখ্যাঃ ধরা যাক, একটি বস্তু উলম্ব অক্ষ PQ এর সাপেক্ষে ঘূর্ণনরত।

 

কণাটির ভর = m

ঘূর্ণন অক্ষ হতে দূরত্ব = r

সংজ্ঞা অনুযায়ী, কণাটির জড়তার ভ্রামক, I = mr2

জড়তার ভ্রামক কণা বা কণাসমূহের তথা বস্তুর কৌণিক বেগের উপর নির্ভর করে না। এটি নির্ভর করে ঘূর্ণন অক্ষ সাপেক্ষে বস্তুর ভর বন্টনের উপর। কৌণিক বেগ কম বা বেশি হলে কৌণিক ভরবেগ ও গতিশক্তি কম বা বেশি হবে কিন্তু ঘূর্ণন অক্ষ সাপেক্ষে একটি বস্তুর জড়তার ভ্রামক অপরিবর্তিত থাকবে।

Similar Posts