বাংলা

ধাতু বিভক্তি কাকে বলে?

1 min read

ধাতু বিভক্তি কাকে বলে?

ক্রিয়া পদের মূল অংশকেই ধাতু বলে। অর্থাৎ ক্রিয়ার মূল অংশ যার মধ্য দিয়ে প্রকাশ পায় তাকেই ধাতু বলে।
যেমন – কর্ , চল, পড়, এগুলো ধাতুর উদাহরণ। এই ধাতুগুলোই পদে ব্যবহৃত হবার সময় প্রত্যয় বা বিভক্তি যুক্ত করা হয়।
যেমন – পড়ে, করে, ধরে, চলা, বলা।
অন্যভাবে, বলা যায় ক্রিয়াপদের বিভক্তি বাদ দিলে যা থাকে সেই ধাতু। যেমন – ‘পড়’ ধাতুর সঙ্গে ‘এ’ বিভক্তি যুক্ত করে  ‘পড়ে’ ক্রিয়া হয়েছে। অর্থাৎ ‘পড়’ ধাতু পড়ে ক্রিয়াপদের মুল অংশ।

লেখার সময় ধাতু বোঝাবার জন্য শব্দের পূর্বে √ চিহ্নটি ব্যবহৃত হয়।

অর্থাৎ ‘ধাতু’ না লিখে শব্দের আগে √ এই চিহ্নটি ব্যবহার করলেই বোঝা যায় এটি একটি ধাতু।

√কর, √পড়, √ধর, √খা, √দা ইত্যাদি।

ধাতু বা ক্রিয়ামূল চিনবার পদ্ধতি হলো বর্তমান কালের অনুজ্ঞাবাচক (আদেশ, নির্দেশ ইত্যাদি বাচক) পদে তুচ্ছার্থক মধ্যম পুরুষের ক্রিয়ার যে রূপ সেটাই ধাতু

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x