জ্বালানি সম্পদের টেকসই সংরক্ষণ কাকে বলে?
জ্বালানি সম্পদের টেকসই সংরক্ষণ কাকে বলে?
গ্যাসসহ অন্যান্য জ্বালানী হচ্ছে গচ্ছিত সম্পদ। এ সম্পদ একবার নিঃশেষ হলে নূতন করে আর জন্ম নেবেনা। সুতরাং জ্বালানি খনিজ সম্পদের অপচয় রোধ ও সংরক্ষণের প্রতি লক্ষ্য রাখতে হবে। টেকসই সংরক্ষণ হচ্ছে যা অপ্রতুল প্রয়োজনের তুলনায় যে জিনিসের যোগান স্বল্প, ভবিষ্যতের জন্য তার কিছুটা সঞ্চয় করে রাখা। এজন্য প্রয়োজন তার সুপরিকল্পিত, বিচক্ষণ, দক্ষ ব্যবহার। এক্ষেত্রে অপচয় রোধের মাধ্যমে, ব্যবহারের বাহুল্য বর্জন করে জ্বালানি খনিজ সম্পদ সংরক্ষণের নীতিমালা তৈরি করা। তা’না হলে অদূর ভবিষ্যতে প্রাকৃতিক গ্যাস, বন সম্পদ সহ সব প্রকার জ্বালানি সম্পদ দেশ থেকে বিলীন হয়ে যাবে।