কম্পিউটার নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য–
ইনফরমেশন রিসাের্স শেয়ার : এর ফলে একাধিক কম্পিউটার পরস্পর তথ্য আদান প্রদান করতে পারে।
সফটওয়্যার রিসাের্স শেয়ার : একাধিক কম্পিউটার সংযুক্ত থেকে বিভিন্ন ধরনের শেয়ারড সফটওয়্যার ব্যবহার করা যায়। এছাড়া কোন কম্পিউটারে নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত সফটওয়্যার না থাকলে নেটওয়ার্কভুক্ত অন্য কম্পিউটার থেকে সফটওয়্যার শেয়ার করে ব্যবহার করা যায়।
হার্ডওয়্যার রিসাের্স শেয়ার : নেটওয়ার্কভূক্ত কম্পিউটারগুলাে নিজেদের মধ্যে হার্ডওয়্যার শেয়ার করতে পারে।
Offcanvas menu