শক্তি সম্পদ কাকে বলে?

শক্তি সম্পদ কাকে বলে?

বিভিন্ন প্রকার খনিজ সম্পদের মাঝে শক্তি সম্পদ মাত্র একটি বিষয়।শক্তি সম্পদ বলতে বুঝায় প্রাকৃতিক বা মানুষের হস্তক্ষেপের মাধ্যমে যে পদার্থকে শক্তি হিসেবে ব্যবহার করা যায়। যেমন: শক্তি সম্পদ বলতে বুঝায় কয়লা, খনিজ তেল, এবং জলবিদ্যুৎকে। এ শক্তি সম্পদগুলো যন্ত্রাদি, আলোক সজ্জা, যানবাহন চলাচল, সর্বোপরি শিল্প কারখানার মেশিন চালাতে সাহায্য করে। উল্লেখিত তিনটি বস্তু ছাড়াও কাঠ, গ্যাস, সূর্যরশ্মি পরমাণু ইত্যাদিকেও শক্তি সম্পদ বলে।

শক্তি সম্পদ খনিজ সম্পদের একটি অংশ বিশেষ। খনিজ সম্পদ মূলতঃ প্রাকৃতিকভাবে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার ভিতর দিয়ে গঠিত হয়। পক্ষান্তরে শক্তি সম্পদ প্রাকৃতিক এবং মানুষের হস্তক্ষেপ উভয়ের মাধ্যমে হয়। খনিজ সম্পদকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যথাঃ শক্তি সম্পদ, অধাতব ও ধাতব সম্পদ।

শক্তি সম্পদ নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য উভয় প্রকারেই হতে পারে কিন্তু খনিজ সম্পদ সাধারণতঃ অনবায়নযোগ্য সম্পদ।