কৃন্তন বা কাঠিন্য বা দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাংক কাকে বলে?
কৃন্তন বা কাঠিন্য বা দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাংক কাকে বলে?
স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন পীড়ন ও কৃন্তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এ ধ্রুব সংখ্যাকে কৃন্তন গুণাংক বলে।
স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন পীড়ন ও কৃন্তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এ ধ্রুব সংখ্যাকে কৃন্তন গুণাংক বলে।
গাউসের সূত্র গাউসের সূত্রটি হলো, কোনো মাধ্যমে একট বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ঐ তলের অভ্যন্তরে অবস্থিত মোট চার্জের 1∕∈ গুণ। যেখানে ∈ হলো উক্ত মাধ্যমের ভেদনযোগ্যতা।
বৃষ্টি কাকে বলে? মেঘে অবস্থিত পানির কণাগুলি পারস্পরিক আকর্ষণের কারণে মিলিত হয়ে বড় বড় কণায় পরিণত হয়। তখন আর এরা বায়ুমন্ডলে ভেসে থাকতে পারে না। অভিকর্ষীয় ত্বরণের ফলে নিচের দিকে নামতে থাকে। একেই বৃষ্টি বলে।
শান্ট কি? অধিক পরিমাণ তড়িৎ প্রবাহের দ্বারা যাতে গ্যালভানোমিটার নষ্ট হতে না পারে সেজন্য গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সমবায়ে যে স্বল্পমানের রোধ সংযুক্ত করা হয় তা হলো সান্ট।
সমবিভব তলের বৈশিষ্ট্য তড়িতাহিত পরিবাহীর তল সর্বদা সমবিভব তল। এই তলের ওপর তড়িৎ আধানগুলি স্থির থাকে। তড়িৎ বল রেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। সমবিভব তলের ওপর কোনো তড়িতাধানকে এক বিন্দু হতে অপর বিন্দুতে স্থানান্তরিত করতে কোনো কাজ হয় না।
শক্তি কি? কোনো বস্তুর কাজ করার সমর্থ্যকে শক্তি বলে। বস্তু সর্বমোট যতটুকু কাজ করতে পারে তা দিয়েই বস্তুর শক্তির পরিমাপ করা হয়। শক্তি একটি স্কেলার রাশি। মাত্রা : ML2T-2 একক: জুল বা Joule (J)।
নিয়মিত প্রতিফলন কাকে বলে? যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় তবে এ ধরনের প্রতিফলনকে আলোর নিয়মিত প্রতিফলন বলে।