ধনাত্মক সংখ্যা কাকে বলে?
ধনাত্মক সংখ্যা কাকে বলে?
শূন্য অপেক্ষা বড় সকল স্বাভাবিক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা (Positive Number) বলে।
যেমন: 1, 2, 3, ……….ইত্যাদি।
শূন্য অপেক্ষা বড় সকল স্বাভাবিক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা (Positive Number) বলে।
যেমন: 1, 2, 3, ……….ইত্যাদি।
অতিভুজ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। অতিভুজ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। এটির বর্গ অন্য দুটি বাহুর বর্গের সমষ্টির সমান, যা পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। অতিভুজের দৈর্ঘ্য পরিমাপ (অতিভুজ)২ = (ভূমি)২ + (লম্ব)২
লম্ব কাকে বলে? একটি সরলরেখার ওপর অপর একটি সরলরেখা দন্ডায়মান হবার ফলে যদি উৎপন্ন সন্নিহিত কোনদ্বয়ের মান সমান হয় অর্থাৎ ৯০° , তাহলে একটি সরলরেখাকে অপর সরলরেখাটির ওপর লম্ব বলা হয়। চিত্র – লম্ব চিত্রে AB⊥CD এর উপর লম্ব।
গুণনীয়ক কাকে বলে? যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। উদাহরণ : ৮-এর গুণনীয়ক ১, ২, ৪, ৮। এই গুণনীয়কের আরেকটি নাম আছে, একে বলে উৎপাদক।
৫ ফুট ২ ইঞ্চি সমান কত সেন্টিমিটার আপনারা অনেকেই ৫ ফুট ২ ইঞ্চি সমান কত সেন্টিমিটার এই কিওয়ার্ডটি লিখে গুগলে সার্চ করতেছেন । কিন্ত মনের মতো ৫ ফুট ২ ইঞ্চি সমান কত সেন্টিমিটার প্রশ্নের উত্তরটি পাচ্ছেন না । আজ আমি আপনাদেরকে বলে দেব ৫ ফুট ২ ইঞ্চি সমান কত সেন্টিমিটার । আমরা জানি, ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার (প্রায়) এবং ১ ফুট সমান ১২…
গুণিতক কাকে বলে? কোনো সংখ্যাকে পূর্ণসংখ্যা দ্বারা গুণ করে যেসব সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে ঐ সংখ্যার গুণিতক বলে। গুণিতকের অন্য নাম ‘নামতা’। যেমন: ৩- কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, সেগুলোই হলো ৩ এর গুণিতক। ৩ × ১ = ৩ ৩ ×২ = ৬ ৩ × ৩ = ৯ ৩…
লসাগু কাকে বলে? দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলির মধ্যে যে গুণিতকটি ক্ষুদ্রতম, তাকে প্রদত্ত সংখ্যাগুলির ল.সা.গু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। ল.সা.গু নির্ণয়ের সূত্র সংখ্যা দুটির ল.সা.গু= সংখ্যা দুটির গুণফল÷ গ.সা.গু.। একাধিক ভগ্নাংশের ল.সা.গু.= (লবগুলির ল.সা.গু.)÷(হরগুলির গ.সা.গু)