গীতিকবিতা কাকে বলে?
যে শ্রেণির কবিতায় কবি ব্যক্তিগত বা আপন হৃদয়ের অনুভূতি নিজের একান্ত কামনা, বাসনা ও আনন্দ বেদনা প্রাণের অন্তঃস্থল থেকে আবেগ কম্পিত সুরে অখণ্ড ভাব মূর্তিতে প্রকাশ করে সেই শ্রেণির কবিতাকে গীতিকবিতা বলে।
- বাংলা সাহিত্যে গীতিকবিতার প্রবর্তক বিহারীলাল চক্রবর্তী।
- গীতিকবিতা উত্তম পুরুষে লেখা হয়।
- ইংরেজি সাহিত্যে গীতিকবিতাকে Lyric Poem বলে।
- গীতিকবিতায় ব্যক্তিগত আবেগ অনুভূমি প্রকাশিত হয়।