একই তাপমাত্রায় ঢাকা অপেক্ষা কক্সবাজারে বেশি অস্বস্তিবোধ হয় কেন?
একই তাপমাত্রায় ঢাকা অপেক্ষা কক্সবাজারে বেশি অস্বস্তিবোধ হয় কেন?
কক্সবাজার সমুদ্রতীরবর্তী বলে সেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি। ঢাকা অপেক্ষাকৃত দূরে হওয়ায় সেখানকার আপেক্ষিক আর্দ্রতা কম।
আমরা জানি, বায়ুমন্ডলের আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেলে বাষ্পায়নের হার কমে যায়। ফলে ঢাকায় শরীর থেকে নির্গত ঘাম দ্রুত শুকাবে এবং শরীর থেকে বেশি সুপ্ততাপ গ্রহণ করবে। ফলে দেহ শীতল বোধ হয় ও স্বস্তি লাগে। ঢাকা থেকে কক্সবাজারে শরীর থেকে নির্গত ঘাম কম শুকাবে ও বাষ্পায়নের জন্য কম সুপ্ততাপ প্রয়োজন হবে।
ফলে ঢাকা অপেক্ষা কক্সবাজারে বেশি অস্বস্তিবোধ হয়।