সমাজবিজ্ঞান

মাতৃ আবাসিক পরিবার কাকে বলে? | বাসস্থান অনুসারে পরিবারের প্রকারভেদ

1 min read

মাতৃ আবাসিক পরিবার কাকে বলে?

বিবাহের পর যদি স্বামী-স্ত্রীর মাতার গৃহে বসবাস করে তখন সেই পরিবারকে মাতৃ-আবাসিক পরিবার বরে।

উদাহরণঃ খাসি, গারো প্রভৃতি সমাজব্যবস্থায় এ জাতীয় পরিবার লক্ষ্য করা যায়।

বাসস্থান অনুসারে পরিবারের প্রকারভেদ

বাসস্থান অনুসারে পরিবার দু’ধরনের হয়ে থাকে। যথা –

ক) পিতৃ-আবাসিক পরিবার এবং

খ) মাতৃ-আবাসিক পরিবার।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x