ঝুঁকি কাকে বলে?
ঝুঁকি কাকে বলে?
ঝুঁকি বলতে আমরা সাধারণতঃ ভবিষ্যৎ অনিশ্চয়তাকে বুঝি। ঝুঁকিকে আমরা সাধারণত নেতিবাচক বলে মনে করে থাকি। মানুষের প্রতিটি ক্ষেত্রেই বিপদাপদ, অনিশ্চয়তা, বিপর্যয় রয়েছে। আর এ অনিশ্চয়তা নিরসনের জন্যই বীমা কার্যক্রমের জন্ম। তাই বলা যায় ঝুঁকির কারণেই বীমার উদ্ভব।
বীমার মূল উৎস হলো ঝুঁকি ও ঝুঁকির অনিশ্চয়তা।
মি. গ্রিন এর মতে, “ঝুঁকি হলো কোনো আর্থিক ক্ষতি সাধন সম্পর্কিত অনিশ্চয়তা।”
এফ.নিট এর মতে, “ঝুঁকি হচ্ছে পরিমাপ ও নির্ধারণযোগ্য অনিশ্চয়তা।”
এম, এন. মিশ্র একটি তাৎপর্যপূর্ণ সংজ্ঞা প্রদান করেছেন, তার মতে, “কোন আর্থিক ক্ষতি সংক্রান্ত অনিশ্চয়তাই হচ্ছে ঝুঁকি।”
তাই বলা যায় ঝুঁকি হচ্ছে একটি অপ্রত্যাশিত অনিশ্চয়তা যা মানুষের আর্থিক ক্ষতি বয়ে আনে।