প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য

প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

যেসব রাসায়নিক পদার্থ বিশুদ্ধ ও শুষ্ক অবস্থায় পাওয়া যায়, যারা পানিগ্রাহী বা পানিত্যাগী নয় কিংবা বায়ুর উপাদান বা কোনো জীবাণু দ্বারা সহজে আক্রান্ত হয় না এবং যাদের সরাসরি রাসায়নিক নিক্তিতে ওজন করে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা হলে দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে সেসব পদার্থকে প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ বলে।

যেমনঃ সোডিয়াম কার্বনেট (Na2CO3), অক্সালিক এসিড (C2H2O4·2H2O), K2Cr2O7 ইত্যাদি।

প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য

প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ –

১) প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থগুলোকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়।

২) ত্বকের কোনো ক্ষতি করে না।

৩) এগুলো বায়ুতে থাকা CO2, O2 ও জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয় না।

৪) রাসায়নিক নিক্তিতে সঠিকভাবে ভর মেপে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়।

৫) সাধারণ তাপমাত্রায় এরা কঠিন অবস্থায় থাকে।

৬) পানিত্যাগী, পানিগ্রাহী ও পানিগ্রাসী নয়।

Similar Posts