কার্নোর চক্র কাকে বলে?

কার্নোর চক্র কাকে বলে?

কার্নোর ইঞ্জিনে কার্যনির্বাহক বস্তু উৎস থেকে তাপ গ্রহণ করে দুটি প্রসারণ (একটি সমোষ্ণ ও অন্যটি রুদ্ধতাপীয়) এবং দুটি সংনমন (একটি সমোষ্ণ ও অন্যটি রুদ্ধতাপীয়) এর মাধ্যমে তাপের কিছু অংশ কাজে রূপান্তরিত করে ও অবশিষ্ট তাপ গ্রাহকে বর্জন করে প্রাথমিক অবস্থায় ফিরে আসে। এ কার্যচক্রকে কার্নোর চক্র বলে।

Similar Posts