ঘনক কাকে বলে? ঘন বস্তু কাকে বলে?

ঘনক কাকে বলে?

আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে, তাকে ঘনক বলে।

ঘনক

মনেকরি, ABCDEFGH একটি ঘনক।

এর দৈর্ঘ্য = প্রস্থ = উচ্চতা = a একক

১. ঘনকটির কর্ণের দৈর্ঘ্য = √3a

২. ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = 6a2

৩. ঘনকটির আয়তন = a3

ঘনক

একটি ঘনকের যা থাকে তা হলো –

  • ৬ টি বর্গাকার সর্বসম পৃষ্ঠতল
  • ১২ টি সমান দৈর্ঘ্যের ধার
  • ৮ টি শীর্ষ

ঘনক হলো আয়তার ঘনবস্তুর বিশেষরূপ।

 

ঘনবস্তুঃ যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে এবং দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে।

আকৃতি অনুসারে ঘনবস্তু দুই প্রকারের হয়। যথা –

ক) সুষম ঘনবস্তু ও

খ) বিষম ঘনবস্তু।

ক) সুষম ঘনবস্তুঃ যে সমস্ত ঘনবস্তুর বহিরাকৃতি সামঞ্জস্যপূর্ণ তাদের সুষম ঘনবস্তু বলে। যেমন: বল, ইট, বই, খাতা ইত্যাদি।

খ) বিষম ঘনবস্তুঃ যে সমস্ত ঘনবস্তুর বহিরাকৃতি সামঞ্জস্যহীন তাদের বিষম ঘনবস্তু বলে। যেমন: কয়লার টুকরা, পর্বত, ভাঙা ইট ইত্যাদি।

Similar Posts