বিজ্ঞান

ওয়াটার গ্যাস কি?

1 min read

ওয়াটার গ্যাস কি?

শ্বেত-তপ্ত (1000°C) কোকের মধ্যে দিয়ে স্টীম পাঠালে, তাপশোষক বিক্রিয়ায়, হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইডের মিশ্রণ উৎপন্ন হয় যাকে ওয়াটার গ্যাস বলে।

এর সংযুতি হলো –

হাইড্রোজেন = 48%

কার্বন মনোক্সাইড = 42%

নাইট্রোজেন = 6%

কার্বন ডাইঅক্সাইড = 3%

মিথেন = 1%

এর ক্যালরি মান 300 B.Th.U./1b।

জ্বালানি হিসাবে, হাইড্রোজেনের উৎস হিসেবে এবং ধাতু শিল্পে বিজারক হিসাবে ওয়াটার গ্যাস ব্যবহৃত হয়।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x