প্রোডিউসার গ্যাস কি?
শ্বেত-তপ্ত কোকের মধ্যে 1000 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় পরিমিত পরিমাণে বাতাস চালনা করা হলে তাপ উৎপাদক বিক্রিয়ায় প্রোডিউসার গ্যাস উৎপন্ন হয়।
এর সংযুতি হলো –
কার্বন মনোক্সাইড = 20 – 22%
নাইট্রোজেন = 60 – 65%
হাইড্রোজেন = 10 12%
মিথেন = 2 – 3%
কার্বন ডাইঅক্সাইড = 3 – 4%
প্রোডিউসার গ্যাসে উৎপন্ন কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের অনুপাত বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। এর তাপন মূল্য 150 B.Th.U/1b। এটি জ্বালানী হিসাবে ব্যবহৃত হয়।