রণ সংকোচন কাকে বলে? রাইগার মরটিস কাকে বলে?
মমরণ সংকোচন কাকে বলে?
মৃত্যুর পর পেশী যখন সংকোচনশীলতা ধর্ম হারিয়ে অনড় হয় তখন তাকে রাইগার মরটিস বা মরণ সংকোচন বলে।
মৃত্যুর পর পেশীর সংকোচনে পেশী দৃঢ় হয়ে যায় একে Rigar Marhz বলে।
মৃত্যুর পর পেশী যখন সংকোচনশীলতা ধর্ম হারিয়ে অনড় হয় তখন তাকে রাইগার মরটিস বা মরণ সংকোচন বলে।
মৃত্যুর পর পেশীর সংকোচনে পেশী দৃঢ় হয়ে যায় একে Rigar Marhz বলে।
শ্রোণিচক্র কি? পদ এবং মেরুদণ্ডের সংযোগস্থলে অবস্থিত অস্থিগুলোকে একত্রে শ্রোণিচক্র বলে। দুই পাশের দুটি ইনোমিনেট অস্থি একত্রে মিলিত হয়ে শ্রোণিচক্র গঠন করে। ইলিয়াম, ইশ্চিয়াম ও পিউবিস এ তিনটি অস্থির সমন্বয়ে প্রতিটি ইনোমিনেট অস্থি গঠিত।
ঠেসমূল কাকে বলে? কোনো কোনো উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হওয়ার ফলে সোজাভাবে দাঁড়াতে পারে না। তাই কাণ্ডের গোড়ার দিক থেকে কতগুলি অস্থানিক মূল বের হয়ে তির্যকভাবে প্রবেশ করে। এগুলোকে ঠেসমূল বলে।
বাণিজ্যিক ভিত্তিতে ঔষুধ প্রস্তুত ক্ষেত্রে জৈবপ্রযুক্তি সাফল্যজনকভাবে প্রয়োগ করা হচ্ছে। ১/ জৈবপ্রযুক্তির মাধ্যমে pennicillium chrysogenum নামক ছত্রাক থেকে সর্বোৎকৃষ্ট অ্যান্টিবায়োটিক উদ্ভাবন করা যায়। এ ছত্রাকের উৎপাদনও ব্যাপক মাত্রায় ঘটে। এক্ষেত্রে কার্বনের উৎস হিসেবে কালচার মিডিয়ামরুপে স্বল্পমাত্রায় গ্লুকোজ ব্যবহার করা হয় এবং সয়াবিন অথবা মাছের খাদ্যের মতো সস্তা প্রোটিন নাইট্রোজেন সরবরাহ করা হয়। এছাড়া ফসফেট ক্যালসিয়াম কার্বোনেট, ফেনাইল,…
পলিজিন কাকে বলে? দুই বা তারও বেশি জিন যখন জীবের কোনো একটি বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে তখন ঐ জিনগুলোকে পলিজিন বলে। পলিজিন শব্দটি কোন ভাষার? পলিজিন শব্দটি গ্রিক ভাষার।
নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে? কিছু সপুষ্পক উদ্ভিদের ফল হয় না, শুধু বীজ হয়। বীজগুলো একপ্রকার বীজধারক পত্রে নগ্ন বা খোলা অবস্থায় থাকে, তাই এদের নগ্নবীজী উদ্ভিদ বলে। এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে। উদাহরণ – সাইকাস, পাইনাস । নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো…
আত্মীকরণকে গঠনমূলক প্রক্রিয়া বলা হয় কেন? শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে পরিণত বা রূপান্তরিত করার পদ্ধতি হলো আত্মীকরণ। কোষের প্রোটোপ্লাজম নিঃসৃত এনজাইমের সহায়তায় অ্যামাইনো এসিড, গ্লুকোজ, ফ্যাটি এসিড এবং গ্লিসারল, আমিষ, স্নেহ ও শর্করা তৈরি হয়। ফলে কোষের ক্ষয়পূরণ, গঠন এবং দেহের বৃদ্ধি ঘটে। তাই আত্তীকরণকে গঠনমূলক বা উপচিতি প্রক্রিয়া বলা হয়।