গ্যামেট কাকে বলে?

গ্যামেট কাকে বলে?

গ্যামেট হলো জননকোষ। মানুষ এবং অন্যান্য উন্নত ধরনের জীব যাদের লিঙ্গভেদ পরিলক্ষিত হয়, তাদের দেহে মিয়োসিস কোষ বিভাজনের ফলে জননকোষ তথা গ্যামেট উৎপন্ন হয়। গ্যামেট দুই ধরনের হয়ে থাকে। যথাঃ পু-গ্যামেট এবং স্ত্রী-গ্যামেট।

গ্যামেট

 

পুরুষ গ্যামেটকে বলে শুক্রানু এবং স্ত্রী গ্যামেটকে বলে ডিম্বাণু বলে।

গ্যামেট এমন একটি হ্যাপ্লয়েড কোষ যা অন্য কোন কোষের সঙ্গে একীভূত হয়ে নিষিক্তকরণের মাধ্যমে প্রাণীর যৌন প্রজনন ঘটায়।

Similar Posts