কাচ দ্রব্য পরিষ্কার করার জন্যে কী ব্যবহার করা হয়? একটি কাচ দ্রব্য পরিষ্কার হয়েছে কিনা তা কীভাবে বুঝবে?

কাচ দ্রব্য পরিষ্কার করার জন্যে কী ব্যবহার করা হয়? একটি কাচ দ্রব্য পরিষ্কার হয়েছে কিনা তা কীভাবে বুঝবে?

ট্যাপের পানি, ক্রোমিক এসিড, পাতিত পানি দ্বারা কাচের পাত্র পরিষ্কার করা হয়। কাচের পাত্রে তেল চর্বি জাতীয় পদার্থ পরিষ্কার করতে ক্রোমিক এসিড ব্যবহার করা হয়। যন্ত্রপাতি পরিষ্কার হয়েছে কিনা তা বোঝার জন্য পাত্রে তেল, চর্বি আছে কিনা তা লক্ষ্য করতে হবে। তাছাড়া যন্ত্রপাতি দেখতে ঘোলাটে হলে বুঝতে হবে পাত্র অপরিষ্কার। তাছাড়া যদি কোন পরীক্ষণে ফলাফল যদি কাঙ্খিত ফলাফল থেকে বিচ্যুত হয় তাহলে বুঝতে হবে পূর্বের পরীক্ষার অপদ্রব্য পাত্রে রয়ে গেছে।

সুতরাং পাত্রের পরিষ্কারকরণ খুব জরুরী।

Similar Posts