সাকিন কাকে বলে?
সাকিন কাকে বলে?
আরবী অক্ষরগুলোকে একটি হরফের সাথে আরেকটি হরফকে যুক্ত করতে যে চিহ্ন (٨) ব্যবহার করা হয় তাকে সাকিন বা জযম বলে।
বাংলায় (হসন্ত) দিয়ে যেভাবে উচ্চারণ করা হয়, সাকিনকে আরবীতে সেভাবে উচ্চারণ করা হয়।
আরবিতে এমন কিছু হরফ থাকে যাদের যের, যবর বা পেশ থাকে না। আগের হরফের সাথে যের, যবর, পেশ থাকে। এই যবর, যের ও পেশবিহীন হরফটি উচ্চারণের জন্য একটি চিহ্ন ব্যবহার করা হয়। এই ‘٨’ চিহ্নটিকে জযম বা সাকিন বলে।
সাকিন বা জযমের বিভিন্নরূপ |
জযমযুক্ত নুনকে নুন সাকিন বলে। অর্থাৎ যে নুনের ওপর জযম ( ٨ ) থাকে তাকে নুন সাকিন বলে।