তুলনামূলক রাজনীতি কাকে বলে? তুলনামূলক রাজনীতির দু’জন প্রবক্তার নাম
তুলনামূলক রাজনীতি কাকে বলে?
তুলনামূলক রাজনীতি হলো রাজনৈতিক ব্যবস্থা ও তার উপ-ব্যবস্থার সঙ্গে সাদৃশ্য ও বৈসাদৃশ্যপূর্ণ অন্যান্য রাজনৈতিক ব্যবস্থা ও তাদের উপব্যবস্থাসমূহের তুলনামূলক আলোচনা ও বিশ্লেষণ। অধ্যাপক রাখহরি চ্যাটার্জির মতে, তুলনামূলক রাজনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই শাখা যা জাতীয় প্রাদেশিক ও স্থানীয় সরকারের সংগঠন ও প্রতিষ্ঠানসমূহের এবং সমাজজীবনের অন্যান্য স্তরে অবস্থিত সংগঠনসমূহ ও প্রতিষ্ঠানসমূহ, যেমন: রাজনৈতিক দল, শ্রেণি, গোষ্ঠী এবং সম্প্রদায়, স্বার্থান্বেষী গোষ্ঠী ইত্যাদির, এককথায় সমাজের সমস্ত স্তরে সংঘটিত রাজনৈতিক কার্যাবলি / ঘটনাবলি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করে।
তুলনামূলক রাজনীতির দু’জন প্রবক্তার নাম
তুলনামূলক রাজনীতির দু’জন প্রবক্তার নাম হলো –
কোলম্যান (Coleman) এবং লিজফার্ট (Lijphart)।