জীববিজ্ঞান

আলো এবং অন্ধকার এর দৈর্ঘ্যের ভিত্তিতে পুষ্পধারী উদ্ভিদের শ্রেণিবিন্যাস

1 min read

আলো এবং অন্ধকার এর দৈর্ঘ্যের ভিত্তিতে পুষ্পধারী উদ্ভিদের শ্রেণিবিন্যাস

উদ্ভিদে আলো-অন্ধকারের ছন্দকে বায়োলজিক্যাল ক্লক বলা হয়। উদ্ভিদের আলো – অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে পুষ্পধারী উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা হয়। যথা –

স্বল্প দিবা দৈর্ঘ্যের উদ্ভিদঃ যে সব উদ্ভিদে পুষ্পায়নে দৈনিক গড়ে ৮ – ১২ ঘণ্টা আলো প্রয়োজন। যেমন – সয়াবিন, আলু, ইক্ষু, তামাক, শিম, চন্দ্রমল্লিকা, ডালিয়া ইত্যাদি।

দীর্ঘ দিবা দৈর্ঘ্যের উদ্ভিদঃ পুষ্পায়নে দৈনিক গড়ে ১২ – ১৬ ঘণ্টা আলো প্রয়োজন হয়। যেমন – পালংশাক, আফিম, ভুট্টা, যব, লেটুস, ঝিঙা ইত্যাদি।

 

আলোক নিরপেক্ষ উদ্ভিদঃ পুষ্পায়নে আলো কোনও প্রভাব ফেলে না। যেমন – টমেটো, কার্পাস, আউশ ধান, শসা, সূর্যমুখী ইত্যাদি।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x