সমাজবিজ্ঞান

প্রতিবন্ধকতা কাকে বলে? প্রতিবন্ধকার শ্রেণিবিভাগ

1 min read

প্রতিবন্ধকতা কাকে বলে?

বিভিন্ন ব্যক্তি নিজেদের মতো করে ‘প্রতিবন্ধকতা’ শব্দটির সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তাই এর কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। তবও বলা যায় – ‘প্রতিবন্ধকতা’ এমন একটি শারীরিক বা মানসিক সমস্যা যা গতিশক্তি, সংজ্ঞাবহ ও অন্যান্য বিশেষ অঙ্গ প্রত্যঙ্গের কর্মক্ষমতা কমিয়ে দেয়।

প্রতিবন্ধি মানুষ বলছে এমন মানুষকে বোঝায় যার শারীরিক বা মানসিক প্রতিবন্ধকা কর্মে নিযুক্তির অন্তরায়। আরও বলা যায় ‘প্রতিবন্ধকতা হলো এমন একটি প্রকট বা প্রচ্ছন্ন শারীরিক বা মানসিক বিকলতা যা তার কর্ম ক্ষমতা হ্রাস করে এবং একটি বিশেষ (প্রতিকূল) সামাজিক দৃষ্টিভঙ্গি আহবান করে।একজন প্রতিবন্ধী মানুষ স্বাভাবিক মানুষের চেয়ে আলাদা। সহজে চলাফেরা করা স্বাভাবিক ভাবে যোগাযোগ করা, নিজের সব কিছু নিয়ন্ত্রণ করা ইত্যাদি ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষেরা পিছিয়ে থাকে। সুতরাং একজন মানুষকে তখনই প্রতিবন্ধী বলা যায় যদি সে শারীরিক বা মানসিকভাবে কর্মক্ষম অবস্থায় না থাকে।

প্রতিবন্ধকতা বলতে আমরা শুধু শারীরিক অক্ষমতা বুঝি না তার সঙ্গে মানসতাত্ত্বিক, মানসিক ও অর্থনৈতিক অবসাদ বা হতাশা যুক্ত থাকে।

প্রতিবন্ধকার শ্রেণিবিভাগ

    • শারীরিক প্রতিবন্ধকতা
      • পোলিও
      • অন্ধত্ব
      • বধিরত্ব
      • রিকেটস
      • ল্যাথাইরিজম
      • যক্ষা, কুষ্ঠ, হাম এবং অপুষ্টি থেকে সৃষ্ট প্রতিবন্ধকতা
      • বাত
      • পুড়ে যাওয়ার ফলে অঙ্গবিকৃতি
    • মানসিক প্রতিবন্ধকতা
      • মানসিক প্রতিবন্ধী (অপূর্ণ বিকাশ)
      • সেরিব্রাল পালসি
      • ডিভেলপমেন্ট ডিলে (খুব ধীর শিক্ষার্থী)
      • অউটিজম

শারীরিক প্রতিবন্ধকতার কারণসমূহ

শারীরিক প্রতিবন্ধকতার বিভিন্ন কারণগুলির মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ নিম্নে আলোচনা করা হলো –

১) বাবা-মায়ের কিছু জীনগত রোগ বা কারণ যা বংশানুক্রমে সন্তান সন্ততিতে বর্তায়

২) ৩৫ বছরের পরে মহিলারা সন্তান ধারণ করলে অনেক সময় বিকলাঙ্গ শিশু জন্মাতে পারে

৩) গর্ভাবস্থায় প্রথমের দিকে রুবেলা এর মতো কিছু সংক্রমণ

৪) ঔষধের অপব্যবহার বা অধিক ব্যবহার

৫) গর্ভাবস্থায়, প্রসবের সময় এবং প্রসব পরবর্তীকালে উপযুক্ত যত্ন – পরিচর্যার অভাব

৬) জন্মের সময় শিশুর উপযুক্ত পরিচর্যা না করলে আঘাত ও আনুষঙ্গিক কারণ

৭) গর্ভাবস্থায় এবং তার পূর্বে মায়ের অপুষ্টি

৮) প্রসবকালে মায়ের মৃত্যু হলে শিশু উপযুক্ত যত্ন পায় না

৯) নবজাতকের পুষ্টির অভাবে অন্ধত্বের মতো প্রতিবন্ধকতা দেখা যায়

১০) নিয়মিত টিকাকরণ না করালে পোলিও এর মতো অসুখ হয়

১১) খাদ্য বিষক্রিয়ার ফলে এবং অতিমাত্রায় পরিবেশ দূষণের ফলে শারীরিক প্রতিবন্ধকতা

১২) কুষ্ঠ, ম্যালেরিয়া, যক্ষা এবং অন্যান্য কিছু সংক্রমণ

১৩) শিমু নিয়মিত যত্ন চেক-আপ না করালে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে মূকবধিরত্বের সমস্যা

১৪) দুর্ঘটনা

১৫) যুদ্ধ, নির্মাণ কাজ, শিল্প, বোমা বিস্ফোরণ ইত্যাদির কারণে অনেকে প্রতিবন্ধী হয়।

উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, কেবল মাত্র দারিদ্র্য প্রতিবন্ধকতার জন্য দায়ী নয়। চিরাচরিত সামাজিক প্রথা, কুসংস্কার, অযত্ন ইত্যাদির কারণও শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার জন্য দায়ী।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x