ফ্লুইড মোজাইক মডেল কাকে বলে?

ফ্লুইড মোজাইক মডেল কাকে বলে?

ফসফোলিপিড অনুর ফাঁকে ফাঁকে কোলেস্টরল অনু অবস্থান করে। ফসফোলিপিড অণুগুলো সব সময় সচল থাকে, কাঁপে, পরস্পরের সাথে ঠোকাঠোকি করে লাফিয়ে উঠে এবং স্তরের মধ্যেই স্থান পরিবর্তন করে। ঝিল্লিকে পৃষ্ঠতল থেকে দেখলে প্রোটিন অণু গুলোকে মোজাইক এর মতো দেখায়। এ অবস্থাকে এক কথায় বোঝানোর জন্য ঝিল্লির মডেলের নাম রাখা হয়েছে- ফ্লুইড মোজাইক মোডেল।

Similar Posts