পদার্থ বিজ্ঞান

চার্জের আকর্ষণ ও বিকর্ষণ সূত্র

1 min read

চার্জের আকর্ষণ ও বিকর্ষণ সূত্র

চার্জ দু’রকম। এদের কখনও আকর্ষণ, কখনও বিকর্ষণ পরিলক্ষিত হয়। ১৭৩৩ খ্রিস্টাব্দে ফরাসী বিজ্ঞানী ডুফে চার্জের দু’টি সূত্র আবিষ্কার করেন। যথা- (১) আকর্ষণ সূত্র ও (২) বিকর্ষণ সূত্র।

(১) আকর্ষণ সূত্রঃ ভিন্ন বা বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। যেমন- ধনাত্মক চার্জ ও ঋণাত্মক চার্জ পরস্পরকে আকর্ষণ করে।

(২) বিকর্ষণ সূত্রঃ সমধর্মী বা একই রকমের চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। যেমন- একটি চার্জ অপর একটি ধনাত্মক চার্জকে অথবা একটি ঋণাত্মক চার্জ অপর একটি ঋণাত্মক চার্জকে বিকর্ষণ করে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x